ওমর সানির এক সিনেমার টাকায় বাড়ি করেছেন প্রযোজক

100

নায়করাজ রাজ্জাক, আলমগীর, জসীমরা তো ছিলেনই, ইলিয়াস কাঞ্চন, রুবেল, নাঈমদের দুর্দান্ত জনপ্রিয়তাও ছিলো তখন। নব্বই দশকের মাঝামাঝিতে সিনেমার সেই সোনালি সময়ে তার আবির্ভাব রোমান্টিক হিরোর আমেজ নিয়ে।

তিনি ওমর সানি। পুরনো সব মুখের ভিড়ে একটু নতুনত্বের ছোঁয়া, সংলাপ বলায়, চলনে বলনে ভিন্ন এক ধারা নিয়ে হাজির হয়ে সানি খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন সিনেমার দর্শকপ্রিয় নায়ক। একটা সময় ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’র মতো ছবি দিয়ে সুপারস্টার তকমাও পেয়ে যান তিনি।

ওমর সানির ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু সফল ছবির নির্মাতা এই ঝন্টু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। যেখানে ওমর সানিকে নিয়ে অনেক অজানা কথা বলেছেন তিনি। সে ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেছেন ওমর সানিও৷

সেখানে বরেণ্য এই নির্মাতা বলেন, ‘ওমর সানি তখন নতুন। অল্প ক’টি ছবি করেছে। আমার কিছু ছবিতেও কাজ করেছে। কিন্তু তেমন নামডাক হয়নি। তাকে নিয়েই ‘প্রেমগীত’ বানানোর সিদ্ধান্ত নিলাম। নায়িকাও নতুন, লিমা। আমি প্রযোজক ছিলাম। আমার প্রযোজক ছিলেন শহীদুল হক শিকদার৷ তিনি বললেন, দুজনই নতুন নেবেন ? নেন। তাদের নিয়ে ‘প্রেমগীত’ বানালাম, সুপারহিট হলো।

ওমর সানির মুখে একটি গান সুপারহিট ছিলো। যখন ওই গানের শট দিচ্ছিলো সানি তখন বললো ওস্তাদ এইটা হিট করবে। আমি বললাম, তুই নতুন ছেলে। কোনটা হিট করবে তুই বলিস কেমন করে। সে জবাব দেয়, দেইক্ষেন ওস্তাদ। তো ওমর সানির কথা ঠিক হলো। গান হিট হলো।’

ওমর সানি যে নায়কদের বাবা হয়ে অভিনয় করবে সেই বয়সটা তার হয়নি এখনো৷ আর বড় ভাইয়ের চরিত্র করবে, আজকালকার সিনেমায় সেই চরিত্রই তো নেই৷ এটা হতাশার কিছু নয়। বা এর জন্য একজন সফল নায়ককে ছোট করারও কিছু নেই।’

‘ওর অভিনয়, স্টাইল সবকিছুই ভালো। সময় তাকে পিছিয়ে দিয়েছে৷ ওমর সানির সিনেমা হিট করেছে। তার ‘প্রেমগীত’ সিনেমা অনেক টাকা কামিয়েছে। শুধু নারায়ণগঞ্জের হলগুলো থেকে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে আমি ছয়তলা বাড়ি বানিয়েছি। তো, সানির সেই ক্ষমতা ছিলো। ও একসময় সুপার ডুপার হিট নায়ক ছিলো’- যোগ করেন দেলোয়ার জাহান ঝন্টু।