এখন পর্যন্ত এটাই সেরা দল: সাকিব

492

টি-টোয়েন্টি থেকে মাশরাফির হঠাৎ অবসরের পরেই নতুন করে দায়িত্ব পান সাকিব আল হাসান। আর নতুন করে দায়িত্ব পাওয়া অধিনায়কের কাছে বাংলাদেশের সর্বকালের সেরা দল এটাই। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটে আরও উন্নতি প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার। ভারতীয় সংবাদ মাধ্যমকে সাকিব বলেছেন, ‘আমাদের ভালো কিছু ব্যাটসম্যান রয়েছে। এমনকি পেসার, স্পিনারও রয়েছে। আমার মনে হয় এখন পর্যন্ত এটাই সেরা দল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি প্রোমোশনাল অনুষ্ঠানে কথা বলেন সাকিব। বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশম। আফগানিস্তানের চেয়েও পেছনে রয়েছে টাইগাররা। এই দল নিয়ে এভাবেই নিজের ব্যাখ্যা দাঁড় করালেন সাকিব, ‘আসলে সব কিছু নির্ভর করে আপনি কীভাবে নিচ্ছেন। আমরা ভালো করছি, তবে সেটা দেরিতে। এমনকি আমাদের ভালো টি-টোয়েন্টি রেকর্ডও নাই। তাই সেদিকটা মাথায় রেখেই আমাদের উন্নতি প্রয়োজন। তিনি আরও যোগ করেন, ‘আমি যখন ওয়ানডে বা টেস্ট অধিনায়ক ছিলাম, তখনও অবস্থা এমনই ছিল। তখন আমরা জিততে পারতাম না কিন্তু এখন পারি; আমরা এখন নিয়মিত ম্যাচ জিতি। টি-টোয়েন্টিতেও আমাদের একই লক্ষ্য। চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে এক গ্রুপে রয়েছে বাংলাদেশ। এটাকে কঠিন গ্রুপ হিসেবেই দেখছেন সাকিব, ‘আমি মনে করি অনেক কঠিন গ্রুপ। সব দলই ভালো ,তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অনেক শক্ত প্রতিপক্ষ। তবে আমরা ভালো কিছু করে দেখাতে আত্মবিশ্বাসী, যাতে করে লোকজন আমাদের মনে রাখে।