এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি ও মাদকবিরোধী সেমিনার

207

চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি ও সহিংস উগ্রবাদ এবং মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নিজস্ব মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য় প্রফেসর ড. এবিএম রাশিদুল হাসান। রেজিষ্টার ড. সোহেল আল বেরুনীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার ড.শামিমুল হাসান ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন। সেমিনারে বক্তরা বলেন, জঙ্গি ও মাদক এখন দেশের বড় সমস্যা। সমাজ,রাষ্ট্র ও সরকারের সকল প্রতিষ্ঠানই এসবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানসমুহকে যদি এসবের থাবা থেকে মুক্ত রাখা যায় তবে এগুলো প্রতিরোধ সহজ হবে। বক্তরা এ ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী, অভিভবাকসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেন।