একনেকে ৯৬ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

260

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৯৬ হাজার ২৩৪ কোটি ৭৭ লাখ টাকা। আজ শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় ১৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ব্যয় করা হবে ৫২ হাজার ৬শ’ ৮৫ কোটি ৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৩২৮ কোটি ৫৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪৩ হাজার ২২১ কোটি ১৭ লাখ টাকা। এদিকে, পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু না হতেই রেল লাইন প্রকল্প ব্যয় বাড়ল ৪ হাজার ২শ’ ৫৭ কোটি ৯৪ লাখ টাকা। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াল ৩৯ হাজার ২শ’ ৪৬ কোটি টাকা। এই প্রকল্পের মূল বরাদ্দ ছিল ৩৪ হাজার ৯শ’ ৮৮ কোটা টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।