উ. কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবে জাতিসংঘে ভোট

497

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা বন্ধে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোট অনুষ্ঠিত হবে। শুক্রবার এই ভোটে অংশ নিয়েছে প্রায় ১৫০ দেশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ংয়ের তেল সরবরাহের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র প্রণীত একটি খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। গত ২৮ নভেম্বর চালানো উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালানোর জবাবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাদের মিত্র দেশ চীনের সাথে আলোচনার পর যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ খসড়া প্রস্তাব জমা দেয়। এ বছর এটি হবে উত্তর কোরিয়ার ওপর তৃতীয় দফা অবরোধ আরোপ। কূটনীতিকরা জানান, শুক্রবার দুপুর ১ টায় অনুষ্ঠিত বৈঠকে এ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে তারা ধারণা করছেন। খসড়ায় বলা হয়, প্রতি বছর উত্তর কোরিয়ার ৫ হাজার ব্যারেল তেল রফতানি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া দেশের বাইরে কাজ করা উত্তর কোরীয় নাগরিকদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। এই প্রস্তাবটি পাশ হওয়ার জন্য অন্তত ৯টি ভোট প্রয়োজন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী কোনও সদস্য ভেটো দিলে প্রস্তাবটি বাতিল হয়ে যাবে।