প্রিয়তমেষু

493

<আ.ই.অনু>

আমি আর রোদ্দুর হতে চাই না,
চাই না হতে ঐ দূর আকাশের রবি।
আর কত খেয়ালী কথকতায়
কেটে যাবে আমাদের অগণন কাল…
মহাশূন্যের দেয়ালে দেয়ালে অস্ফুট গোঙানি
কেন ছোঁবে না জোছনা চাদর?
কেন রে, নির্মলা চাঁদ,
আর কত অতৃপ্ত ব্যবধান ছায়াপথ জুড়ে
হতাশার জলছবি এঁকে যাবে
তোর এ দুপয়সার কবি?
আমি সত্যিই আর চাই না হতে
ঐ দূর আকাশের রবি।
এবার আমি শিশির হবো-
তুই হবি আমার সাধের দূর্বাঘাস।
দিনান্তে ফিরে ফিরে আসা,
হিমসুশীতল গোপন ভালোবাসা
রাতভর মাতাল কুয়াশায়,
তবু তুই তৃষ্ণার্ত প্রাণ এক
আমি তোর জলের আশ্বাস
প্রিয়তমেষু
আমি শিশির হবো,
তুই কি হবি আমার সাধের দূর্বাঘাস?