উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞা

294

যুদ্ধাবস্থার মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর মার্কিন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পিইংইয়ং-এর বিরুদ্ধে। এক মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে পিয়ংইয়ংয়ের উত্তর দিকের দক্ষিণ পিয়ংগান এলাকার একটি ঘাঁটি থেকে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপাল্লার ওই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি কেএন-১৭ বলে পরিচিত। এটি নিক্ষেপের কয়েক মিনিট পরই বিস্ফোরিত হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, কোরিয়া উপদ্বীপে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন আরও যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করতে পারে। এমনকি চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে পারে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তা আরও বলেন, সম্ভবত শিগগিরই উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। এবার নির্দিষ্ট কয়েকজন উত্তর কোরীয় ও চীনা নাগরিকের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকা- এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই চীন রণতরীটি জলে নামিয়েছে।
এদিকে, নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ইউএসএস মিশিগান মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। সাবমেরিনটির কার্ল ভিনসন রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন নৌবাহিনী জানিয়েছে। পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়েছে, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’ গত ৫ এপ্রিল জাপান সাগরে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এর আগে ৬ মার্চ উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানতে সক্ষম। পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বেশ কয়েক বার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া।