উৎসবের আমেজে চাঁপাইনবাবগঞ্জে ১৩৭টি মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত

327

‘দূষ্টের দমন আর শিষ্টের পালন’-এই আরাধনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১৩৭টি মন্ডপে শ্যামা পুজা বা কালী পূজা এবং দীপাবলি বা দিওয়ালি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতরাত ১০টার দিকে অমাবশ্যা তিথি শুরু হবার পরপরই পূজা ও উৎসবের বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়। চলে আজ সকাল পর্যন্ত। আজ বিকেল সাড়ে ৩টায় শোভাযাত্রা করে শহরের প্রায় দু’শ বছরের পুরোনো বুড়া কালী মাতার প্রতিমা শহরের হুজরাপুর জোড়ামঠ ঘাটে মহানন্দা নদীতে বিসর্জনের মাধ্যমে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। অন্য সকল প্রতিমা আগামী শুক্রবারের মধ্যেই বিসর্জন দেয়া হবে। জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি বাবুল কুমার ঘোষ জানান, জেলার ১৩৭টি পূজা মন্ডপের মধ্যে সদরেই রয়েছে ৫৭টি। নির্বিঘেœই অনুষ্ঠিত হয়েছে পূজা।