ঈদ ও নববর্ষ উপলক্ষে আগামীকাল থেকে ৭ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম

58

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম আগামীকাল হতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল হতে বন্দরের সকল কর্যক্রম যথারীতি পূর্বের ন্যয় চালু হবে। গত ৩০মার্চ সোনামসজিদ আমদানী রপ্তানী গ্রুপ সভাপতি কাজী সাহাবুদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছুটি সংক্রান্ত পত্র পাবার পর বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান ৭ দিন ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দর সংশ্লিস্ট বাংলাদেশ ও ভাতের সকল পক্ষকে ছুটির বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। তিনি আরও জানান, বন্ধের মধ্যে বন্দরের আভ্যন্তরীন পন্য লোড, আনলোড, গুদামজাতকরণ ও পরিবহন সংক্রান্ত নিজস্ব কিছু কার্যক্রম চালু থাকবে। এছাড়া সোনামসজিদ ইমিগ্রেশন ঈদের দিনসহ প্রতিদিনই যথারীতি খোলা থাকবে। ফলে ভারত ও বাংলাদেশে যাতায়াতকারীরা প্রতিদিনই চলাচল করতে পরবেন।