ইতালির আল্পসে তুষার ধসে নিখোঁজ অন্তত ৩

72

ফরাসি আল্পসের পর এবার ইতালিতেও তুষার ধস নামলো। শুরু হয়েছে উদ্ধারকাজ। ফ্রান্স ও ইতালির সীমান্তে আওস্তা উপত্যকা অঞ্চলে এই ঘটনা ঘটেছে। এক গাইডের সঙ্গে একদল পর্যটক পাহাড় চড়ার ট্রেনিং নিচ্ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। গাইড নিজেকে কোনোমতে বাঁচাতে পারলেও বাকি ৩জন তুষার ধসের মধ্যে পড়ে যান। আহত অবস্থায় ওই গাইড উদ্ধারকারীদের খবর দেন। আজ ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারীরা অবশ্য এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আবহাওয়া খারাপ থাকার কারণে ঘটনাস্থলে হেলিকপ্টারও পাঠানো যাচ্ছে না। তবে ঘটনাস্থলের খুব কাছেই আছেন উদ্ধারকারীরা।