ইউভেন্তুস কোচ রোনালদো-দিবালা জুটির উন্নতির সুযোগ দেখছেন

253

ক্রিস্তিয়ানো রোনালদো ও পাওলো দিবালা ইউভেন্তুসের আক্রমণভাগে দারুণ একটা জুটি গড়ে তুলতে পারে বলে মনে করছেন দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। এই জুটির আরও উন্নতির সুযোগ দেখছেন তিনি। বুধবার নিজেদের মাঠে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে সেরি আয় টানা ষষ্ঠ জয় পায় ইউভেন্তুস। ত্রয়োদশ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন দিবালা। তিন মিনিট পর রোনালদোর ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্লেইস মাতুইদি। ম্যাচের পর দলের আক্রমণভাগের প্রশংসা করেন আল্লেগ্রি। বোলোনিয়ার বিপক্ষে অভিজ্ঞ ফরোয়ার্ড মারিও মানজুকিচকে মাঠে নামাননি ইটালিয়ান এই কোচ। তবে তিন জন একসঙ্গে আরও কার্যকর হবে বলে মনে করেন তিনি। “পাওলো ভালো একটা ম্যাচ খেলল, যেমনটা সে ফ্রোসিনোনের বিপক্ষে খেলেছিল। এটা স্বাভাবিক যে তার উন্নতি করতে হবে।” “তারা (রোনালদো ও দিবালা) আজ রাতে ভালো একটা ম্যাচ খেলল। একসঙ্গে তারা যত খেলবে, তত একে অপরকে জানতে পারবে। আমি মনে করি, এখানে উন্নতির জায়গা আছে।” “আমি আক্রমণভাগে এই তিনজনকে খেলানোর কথা ভাবছি। আর মানজুকিচ মাঝে থাকলে তারা আরও ভালো খেলবে।”