ইউটিউব এলো আইওএস হোয়াটসঅ্যাপে

400

আইওএস ডিভাইসে অ্যাপের মধ্যেই ইউটিউব ভিডিও দেখাতে নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। আগে চ্যাটিং অ্যাপটিতে কোনো ইউটিউব লিঙ্ক পাঠানো হলে গ্রাহককে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ইউটিউব অ্যাপে তা দেখতে হতো। আইওএস ডিভাইসের জন্য নতুন আপডেটে এবার হোয়াটসঅ্যাপেই ইউটিউব ভিডিও দেখা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। বৃহস্পতিবার নতুন এই আপডেট উন্মুক্ত করেছে ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং অ্যাপটি। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মধ্যে একটি ভাসমান উইন্ডোতে ইউটিউব ভিডিও চালু হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন ফিচারটি পেতে আইওএস গ্রাহককে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সংস্করণ ২.১৮.১১-তে আপডেট করার কথা জানিয়েছে ওয়াবেটাইনফো। হোয়াটসঅ্যাপ-এর নতুন ফিচারগুলো আগেই পরীক্ষা করে থাকে ওয়াবেটাইনফো নামের ওয়েবসাইটটি। নতুন আপডেটে ত্রুটি সারানোর পাশাপাশি অন্যান্য কিছু ফিচারও উন্নত করা হয়েছে।
গ্রাহককে পাঠানো ইউটিউব লিঙ্কে চাপলেই হোয়াটসঅ্যাপের মধ্যে ইউটিউব ভিডিও দেখা যাবে। আগে লিঙ্কে চাপলে ইউটিউব অ্যাপ চালু হতো। ওয়াবেটাইনফো জানায়, “সৌভাগ্যবশত গ্রাহক তার চ্যাট পরিবর্তন করলেও ভিডিও বন্ধ হবে না।” আন্ড্রয়েড এবং উইন্ডোজ গ্রাহকদের জন্যও এই ফিচারটি আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে বিশ্বজুড়ে ১২০ কোটি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং অ্যাপটির।