ইউএস ওপেনে খেলতে ওয়াইল্ড কার্ড পেলেন শারাপোভা

551

ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড পাওয়ার অপেক্ষায় ছিলেন মারিয়া শারাপোভা। ডোপ পাপে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও দীর্ঘদিন কোর্টে না থাকায় র্যাংকিং টেবিলে উপরের দিকে নাম ছিল না। তাই সেই টুর্নামেন্টে আর ওয়াইল্ড কার্ড পাননি। এরপর উইম্বলডনে কোয়ালিফাইং খেলার সুযোগ পেলেও তাকে ছিটকে দেয় ইনজুরি। শেষ পর্যন্ত ১৮ মাস অপেক্ষার অবসান হলো। দীর্ঘ দিন পর গ্র্যান্ড স্লাম কোর্ট মাতাতে ইউএস ওপেন খেলতে আসছেন সাবেক এক নম্বর এই তারকা। এতদিন মূল পর্বে খেলার অপেক্ষায় থাকা রাশিয়ান এই তারকা এবার সুযোগ পাচ্ছেন মূল ড্রতেই! ২০০৬ সালের ইউএস ওপেন জয়ী শারাপোভা এই খবর শুনে আর চুপ থাকতে পারলেন না। ধন্যবাদ জানিয়েছেন টুইটারেই, ‘ইউএস ওপেনকে ধন্যবাদ। এটা আসলেই বিশেষ কিছু।’ ২০০৬ সাল থেকে নিজের স্বাস্থ্যগত কারণে মেলডোনিয়াম ড্রাগ নিয়ে আসছিলেন তিনি। আর সেটিই কাল হয় নিজ ক্যারিয়ারে। ২০১৫ সালের ২২ ডিসেম্বর বিশ্ব ডোপবিরোধী সংস্থা ডব্লুএডিএ একটা মেইলে নিষিদ্ধ ড্রাগের হালনাগাদ তালিকা সবার কাছে পাঠিয়েছিল। কিন্তু শারাপোভা তখন সেই মেইলটা পড়ে দেখেননি। তাই এ বিষয়ে কিছুই জানতেন না। এরপর সেই তালিকা অনুসারেই ২০১৬ সালে ডোপ টেস্টে পজিটিভ হন। নিষিদ্ধ থাকেন ১৫ মাস। এবার নিষেধাজ্ঞা কাটিয়ে আগামি ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নেবেন রাশিয়ান এই তারকা।