আসামে ভারী বর্ষণ ও বন্যায় নিহত বেড়ে ৮৯

134

ভারতের আসামে ভারী বর্ষণ ও বন্যায় নিহতের সংখ্যা আজ বেড়ে দাঁড়িয়েছে ৮৯। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যটির ৩২টি জেলাজুড়ে ৫৫ লাখ মানুষ এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, ব্রহ্মপুত্র ও বরাকসহ তাদের উপনদীগুলোর পানির স্তর বেড়েছে। বরাক ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে করিমগঞ্জ ও কাছাড় জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা আরও জানান, কাছাড়ে ৫০৬টি গ্রামে ২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর করিমগঞ্জে ৪৫৪টি গ্রামে দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলেন, শিলচরের বেশ কিছু এলাকা পানির নিচে চলে গেছে। মোট ৪২৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৫৭টি শিবিরে ১০ হাজার ৪৬৮ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।