আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

137

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, নবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মনিউদ্দৌলা চৌধুরী ও অ্যাডভোকেট আব্দুস সামাদ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গতকাল দিনব্যাপী অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এদিকে, আজ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো, সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন সমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের  জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান/সংস্থার উদ্যোগে কর্মসূচী গ্রহণ ও বাদ যোহর ভাষা শহিদদের রূহের মাগফিরাত কামনা করে জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ৩ দিনব্যাপি বারঘরিয়া গোল চত্বর, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, আলীনগর উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু মঞ্চে ভ্রাম্যমান প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী চলমান এবং বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ সজ্জিতকরণ করার কর্মসূচি নেওয়া হয়।