আগামী অর্থবছরের বাজেট হতে পারে ৭ লাখ ৫০ হাজার কোটি টাকা

87

জাতীয় সংসদ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে, সরকার আগামী অর্থবছরের জন্য একটি বড় আকারের বাজেট ঘোষণা করতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের প্রাথমিক আকার নির্ধারণ করা হতে পারে প্রায় ৭ লাখ ৫০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৭২ হাজার কোটি টাকা বেশি। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার রয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। আর্থিক, মুদ্রা ও মুুদ্রার বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে বাজেটের প্রাথমিক আকার নিয়ে আলোচনা হবে। আগামীকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।