থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবিতে নিখোঁজ ৩১

78

থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের কবলে পরে যুদ্ধজাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনী জানায়, ১০০ জনের বেশি ক্রু নিয়ে একটি যুদ্ধজাহাজ ডুবে যায়। এর পর থেকেই ৩১ জন নাবিক নিখোঁজ রয়েছেন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। গতকাল রাতে ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়। আজ নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানায়, তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করেছেন তারা। আরও ৩১ জন নাবিক নিখোঁজ রয়েছেন।