আক্রান্ত এগোচ্ছে ৫০ লাখের দিকে, বেশি মৃত্যু ইউরোপে

54

বিশ্বের নিরিখে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এবার এগোচ্ছে ৫০ লক্ষের দিকে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৪,৪২৯,৯৩০ এবং মৃত্যু হয়েছে ২,৯৮,১৭৪ জনের। পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যা ১,৬৫৯,৮০৬। বিশ্বের নিরিখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউরোপ মহাদেশ। সেখানে ভাইরাসে মৃত্যু ১,৬০,০০০ ছাড়িয়েছে ইতিমধ্যেই।

তথ্য বলছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাম যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৪৩০,৩৪৮ জন এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫,১৯৭ জনের। শেষ ২৪ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১,৮০০ জনের। রাশিয়া বাদে ইউরোপের স্পেন, ব্রিটেন এবং ইতালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

স্পেনের আক্রান্তের সংখ্যা ২,৭১,০৯৫, মৃত্যু ২৭,১০৪। আমেরিকা এবং স্পেনের পরেই রয়েছে রাশিয়া, ব্রিটেন, ইতালি। তিন দেশেই আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত দেশের তালিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে ১২ নম্বরে রয়েছে ভারত। ইরান এবং চীনের পরেই ভারতের অবস্থান যেখানে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৭৮,১৯৪।