অস্ট্রেলিয়া এগিয়ে গেল ডারবানে জিতে

163

আগের দিন শেষ বেলাতে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম দিন আনুষ্ঠানিকতা সারতে অতিথিরা নিল না খুব একটা সময়। শেষ দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংস টিকেছে ২২ বল।
প্রথম টেস্ট ১১৮ রানে জিতে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
কিংসমিডে সোমবার ৯ উইকেটে ২৯৩ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন ছিল ১২৪ রান।
৫ রান যোগ করে থেমে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। লম্বা সময় ধরে প্রতিরোধ গড়া কুইন্টন ডি কককে এলবিডব্লিউ করে ম্যাচের ইতি টানেন জশ হেইজেলউড।
আগের দিনের ৮১ রানের সঙ্গে দুই রান যোগ করে ফিরে যান ডি কক। ৪১৭ রানের লক্ষ্য তাড়ায় ২৯৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ৩৪ রানে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৪ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে আগামি শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৫১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৬২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২২৭
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (চতুর্থ দিন শেষে ২৯৩/৯) ৯২.৪ ওভারে ২৯৮ (মারক্রাম ১৪৩, এলগার ৯, আমলা ৮, ডি ভিলিয়ার্স ০, দু প্লেসি ৪, ডি ব্রুইন ৩৬, ডি কক ৮৩, ফিল্যান্ডার ৬, মহারাজ ০, রাবাদা ০, মর্কেল ৩*; স্টার্ক ৪/৭৫, হেইজেলউড ৩/৬১, লায়ান ০/৮৬, কামিন্স ১/৪৭, মিচেল ১/২১, স্মিথ ০/৩)