অমৃতসর হত্যাযজ্ঞের শতবর্ষ পালন

182

ভারতে ব্রিটেনের হাই কমিশনার আজ অমৃতসর হত্যাযজ্ঞের শতবর্ষ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। ঔপনিবেশিক শাসন আমলে সংঘটিত এটি ছিল অন্যতম নৃশংস ঘটনা। তবে ওই ঘটনার ১শ’ বছর পরও ঔপনেবেশিক আমলের ওই ঘটনার জন্যে লন্ডন এখনও পর্যন্ত ক্ষমা চায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভারতের উত্তরাঞ্চলীয় নগরী অমৃতসরে ব্রিটিশ সৈন্যরা ১৯১৯ সালের ১৩ এপ্রিল বিকেলে হাজার হাজার নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। ভারতে ওই নৃশংস ঘটনাটি জালিয়ানওয়ালা বাগ হত্যাযজ্ঞ হিসেবে পরিচিত। ঔপনিবেশিক যুগের রেকর্ডে ওই ঘটনায় প্রায় ৪শ লোক নিহত হওয়ার কথা থাকলেও ভারতীয়রা দাবি করছে ওই ঘটনায় প্রায় ১ হাজার লোক প্রাণ হারায়।
আজ হাই কমিশনার ডোমিনিক আসকিত ঘটনাস্থল জালিয়ানওয়ালা বাগ বাগানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে এখনো ওই নির্মম ঘটনার গুলির চিহ্ন রয়েছে।