অবশেষে দেখা গেল মিরপুরে মাহমুদ উল্লাহকে

83

কয়েক দিন ধরেই মিরপুর শেরেবাংলায় চলছে এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন। পাশাপাশি বিসিবির কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে ৮-৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা একটা ক্যাম্প হচ্ছে। মূলত রিজার্ভ বেঞ্চ ঠিক রাখতেই চন্দিকা হাতুরাসিংহে এই অনানুষ্ঠানিক বিশেষ অনুশীলনের ব্যবস্থা করেছেন। সেই বিশেষ অনুশীলনে থাকা ক্রিকেটারদের একজন মাহমুদ উল্লাহ রিয়াদ।

এই বিশেষ অনুশীলনে নাম থাকলেও শুরু থেকে মাহমুদ উল্লাহকে দেখা যায়নি। কিছু সংবাদমাধ্যমের সৌজন্যে গুঞ্জন রটে, অভিমান করেই নাকি আসছেন না মাহমুদ উল্লাহ। তবে সেইসব গুঞ্জন উড়িয়ে আজ তিনি মাঠে এলেন।

ফর্ম হারিয়ে ফেলায় এশিয়া কাপের মূল দল, এমনকি রিজার্ভ দলেও ঠাঁই হয়নি মাহমুদ উল্লাহর। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে যদি কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়েন বা অন্য কোনো কারণে খেলতে না পারেন, সে ক্ষেত্রে বিকল্প প্রস্তুত রাখতেই মাহমুদ উল্লাহ, সৌম্য সরকার, সাইফ হাসান, তাইজুল ইসলামদের বিশেষ অনুশীলন করানো হচ্ছে। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা তামিম ইকবালও এই অনুশীলনে আছেন।