অনলাইনে আর এস খতিয়ানে ভোগান্তি কমবে বলেছেন ভূমিমন্ত্রী

241

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, অনলাইনে আর এস খতিয়ান প্রাপ্তির ফলে জনগণের ভোগান্তি অনেকখানি কমবে। আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দেশব্যাপী আর এস খতিয়ান অনলাইনে অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। আর এস খতিয়ান অনলাইনে অবমুক্তকরণ কার্যক্রমের প্রতিপাদ্য ‘হাতের মুঠোয় খতিয়ান’ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘এই কার্যক্রমের ফলে সামাজিক দ্বন্দ্ব-সংঘাত, মামলার ভোগান্তি এবং মধ্য-স্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে। এছাড়া নাগরিকের সময়, খরচ এবং যাতায়াত কমে যাবে। সর্বোপরি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। সেবাগ্রহীতাগণ খুব সহজেই এখন নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে আর এস খতিয়ান পেতে পারেন।’