৩ আসনে সব প্রার্থী বৈধ-প্রার্থিতা ফিরে পেলেন জাপার আফজাল ও জেএসডির ফজলুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। তিনটি আসনে ১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কয়জন প্রার্থী মাঠে থাকবেন, তা প্রার্থিতা প্রত্যাহারের দিন আগামী মঙ্গলবারই নিশ্চিত হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টি-জাপা প্রার্থী আফজাল হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী ফজলুর ইসলাম খাঁন প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তাদের আপিল মঞ্জুর করা হয়।
এর আগে গত ৩ জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক বাছাইয়ে এই দুজন ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুসহ এই দুজনের মনোনয়নপত্র বাতিল হলে তারা আপিল করেন। আপিলে এর আগে খুরশিদ আলম বাচ্চু তার প্রার্থিতা ফিরে পান এবং গত শনিবার ফিরে পেলেন আফজাল হোসেন ও ফজলুর ইসলাম খাঁন। এর ফলে মনোনয়নপত্র দাখিলকারী ১৬ জনই প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলেন।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ৬ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদরে মধ্যে শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন ভোটের মাঠে রয়েছেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল ও জাতীয় পার্টির খুরশিদ আলম বাচ্চু।
সদর আসনে ভোট করছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদ জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।