২৪ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু ১ সেপ্টেম্বর
দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন খোলা আটা বিক্রি করা হবে। সাধারণ মানুষ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি আটা ২৪ টাকায় কিনতে পারবেন। আজ এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম জানিয়েছেন, সারা দেশের সিটি করপোরেশন, শ্রমঘন জেলা-উপজেলা ও জেলা সদর পৌরসভায় চালু রয়েছে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কার্যক্রম। এই কার্যক্রমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।