১ লাখ ১৬ হাজার ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর মাত্র ১৩ দিনের মধ্যে নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১৫০ ছাড়িয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ তথ্য অনুযায়ী,মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ১৫ জন এবং নারী ১৬ হাজার ৬৫ জন। গত ১৮ নভেম্বর অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১৯ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া মিলছে। চলমান নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ইসি সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, যুক্তরাষ্ট্রসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশে একযোগে অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন চলছে। মোট ৪০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসীরা নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন জানায়, অ্যাপের মাধ্যমে নিবন্ধনের পর ভোটারদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোট সম্পন্ন করার পর তা নির্ধারিত খামে করে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে পারবেন প্রবাসী ভোটাররা।