হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা  বিজয়

হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে। হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।

এন্টারটেইনমেন্ট এএফ জানিয়েছে, বিজয় দেবরকোন্ডার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ২০ জুলাইয়ের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে। অসুস্থ বিজয়ের পাশে তার পরিবার রয়েছে।

বিজয় বা তার টিমের কেউ তার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখান থেকেও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজয় অভিনীত নতুন সিনেমা ‘কিংডম’। গৌতম তিনানুরি নির্মিত সিনেমাটি আগামী ৩১ জুলাই মুক্তি পাবে। শতকোটি রুপি বাজেটের সিনেমা মুক্তির কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লেন বিজয়।