সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ(র.) এর ওরস অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদের অদূরে অবস্থিত তোহাখানা মসজিদ সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (র.) এর মাজার ঘিরে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মুসল্লী অংশ নেন। প্রতিবছর ভাদ্র মাসের শেষ শুক্রবার এই ওরস অনুষ্ঠিত হয়। ওরসের মূল অনুষ্ঠান ছিল বাদ জুম্মা আখেরী মোনাজাত। বিশেষ এই দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এবার আখেরি মোনাজাতে অংশ নেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবর আজিজী, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল রায়হান, শিবগঞ্জের ইউএনও আজাহার আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, শিবগঞ্জের এসি ল্যান্ড তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া সহ সরকারি কর্মকর্তাসহ বহু মানুষ। তবে বৃষ্টির কারণে ওরসের কার্যক্রমে এবার কিছুটা সমস্যা হয়। এদিকে ওরস ঘিরে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ও ঐতিহাসিক স্থান সমূহ সংলগ্ন সড়কগুলির দুপাশে বসেছে গ্রামীণ মেলা। মেলায় রয়েছে খাবার, খেলনা, মনোহারি ও রকমারি সহ বিভিন্ন দোকানপাট।