সীমান্তে ২টি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ২টি বিদেশী ওয়ানশুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতরাত পৌনে ১০টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।