সামরিক বাহিনীর পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ শ্রীলঙ্কায়
শ্রীলঙ্কার সরকার দেশটির সামরিক বাহিনীর সব পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের নিদের্শ দিয়েছে। আজ শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সম্পথ থুয়াকোন্তা এ তথ্য জানিয়েছেন। সিনহুয়া নিউজের খবর জানানো হয় কলম্বোতে এক সংবাদ সম্মেলনে থুয়াকোন্তা বলেন, এই নির্দেশ কয়েকদিন আগে জারি করা হয়েছে। মেলিটারি পুলিশ অন্যান্য সংস্থার সহায়তায় এই অভিযান পরিচালনা করবে। কর্তৃপক্ষ শিগগির অপরাধমূলক কর্মকা-ে জড়িত সক্রিয় কর্তব্যরত সামরিক কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শ্রীলঙ্কার পুলিশ সম্প্রতি জানিয়েছে, তারা সংগঠিত অপরাধে জড়িত ৫৮টি গ্যাং এবং তাদের প্রায় ১ হাজার ৪০০ সহযোগীকে চিহ্নিত করেছে।