সাকিবের বল হাতে অবদান, জিতে শীর্ষে অ্যান্টিগা

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে এখনও আলো ছড়াতে পারছেন না সাকিব আল হাসান। টানা তিন ম্যাচে ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন তিনি। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবারের লড়াইতেও মাত্র ১৩ বলে ৭ রান করে ফেরেন সাজঘরে। তবে বল হাতে নিজের একমাত্র ওভারেই মাত্র ২ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। তার সামান্য অবদানও শেষ পর্যন্ত অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সকে জয়ের পথে রাখে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ফ্যালকন্স। শুরুটা ভালো হয়নি। পাওয়ারপ্লেতেই রাহকিম কর্নওয়াল (৯) আউট হন। এরপর অ্যান্ড্রু জুয়েল (২২), করিমা গোর (১০), বেভন জ্যাকবস (৮) ও সাকিব (৭) ফেরায় ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে ঘুরে দাঁড়ান অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন। তাদের ৬৯ রানের জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। অ্যালেনের ২০ বলে ৪৫ রান ও ইমাদের ২৭ বলে ৩৯ রানের ঝলক অ্যান্টিগাকে পৌঁছে দেয় ১৬৭ রানে। জবাবে রান তাড়ায় নামা ত্রিনবাগোর ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। ওপেনার অ্যালেক্স হেলস (৫) দ্রুত বিদায় নেন। এরপর কলিন মুনরো (৪৪) কিছুটা চেষ্টা করলেও সঙ্গী পাননি। পুরান (১০), ব্রাভো (২) ও কার্টি (৩৫) ফিরে গেলে চাপ আরও বাড়ে। তখন দলের আশা হয়ে দাঁড়ান কাইরন পোলার্ড। শেষ পর্যন্ত তিনি ২৮ বলে ৪৩ রান করে লড়াই জমিয়ে তুললেও, শেষ ওভারে ১৪ রান দরকার থাকা অবস্থায় ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৮ রানে হেরে যায় নাইট রাইডার্স।