সাকিবের নেতৃত্বে মাঠে নামছে লস অ্যাঞ্জেলস
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দেখে ফেলেছেন সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এখনো অনেককিছু দেওয়ার বাকি সাকিবের। যে কারণে ৩৭ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডারের কাঁধে নেতৃত্বের ভার তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। এনসিএল এর আয়োজনে উদ্বোধনী আসরের পর্দা উঠেছে গতকাল শুক্রবার (৪ অক্টোবর)। মোট ৬ দলের অংশগ্রহণে ১০ ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল ম্যাচ হবে ১৪ অক্টোবর। আজ শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নামবে লস অ্যাঞ্জেলস। প্রতিপক্ষ নিউইয়র্ক লায়ন্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। শুক্রবার সাকিবকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে লস অ্যাঞ্জেলস। টাইগার ক্রিকেটারের নেতৃত্বে এই দলের হয়ে খেলবেন অ্যাডাম রসিঙ্গটন, টিমাল মিলস ও টিম ডেভিডের মতো বড় তারকারা। আর সাকিবদের কোচিংয়ের দায়িত্ব কাঁধে নিয়েছেন মিকি আর্থার। সাকিবদের পরের ম্যাচ ৬ অক্টোবর। একই সময়ে ওই ম্যাচে লস অ্যাঞ্জেলসের প্রতিপক্ষ টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। সাকিবরা তৃতীয় ম্যাচ খেলবেন ৭ অক্টোবর আটলান্টা কিংসের বিপক্ষে। ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।