সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, রবিবার থেকে ওএমএস

137

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে সারাদেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ ছাড়া আগামী রবিবার থেকে খোলা বাজারে ওএমএস চাল ও আটা বিক্রি শুরু করবে সরকার। আজ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, সরকার দেশে দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত কয়েক বছর ধরে খাদ্যবান্ধব কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর আজ থেকে এই কর্মসূচির প্রথম প্রান্তিকের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।