সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পলশা ইসলামিক মিশনে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার এ এসআই রক্সি খানম (নারী ও শিশু সহায়তা সেল)। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজ, রাষ্ট্র ও মানবতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপতৎপরতা রোধে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সচেতন নাগরিক গড়ে তুলতে হবে। ইসলামিক মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জহির উদ্দীন মোহম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনপ্রতিনিধি মতিউর, ইসলামিক মিশন পালসার ডা. মোবাশির ইবনে মাহতাব, এসএমও (অ্যাডিশনাল চার্জ), বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ ধর্মীয় নেতা, শিক্ষক ও সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।