সংঘাতময় পরিস্থিতির কারণে ভারতের ২৭ বিমানবন্দর বন্ধ


পাকিস্তানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির কারণে ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। পাকিস্তানে ভারতের পাল্টা হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ২৭টি বিমানবন্দর আগামীকাল শনিবার পর্যন্ত বন্ধের কথা ঘোষণা করা হয়। সেই তালিকায় রয়েছে চ-ীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়ালা, শিমলা, কাংরা-গগ্গল, ভাতিন্ডা, জয়সলমের, জোধপুর, বিকানের, হালওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ, মুন্দ্রা, জামনগর, হিরাসর (রাজকোট), পোরবন্দর, কেশোদ, কান্দলা এবং ভুজ। পরিবর্তিত পরিস্থিতিতে একের পর এক বিবৃতি জারি করেছে ভারতীয় বিমান সংস্থাগুলো।