শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের

আতিকুর রহমানের আকাশের তোপে ৪৫ ওভার ১ বলে লঙ্কানদের ১৭৯ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। মিডিয়াস পেসে মাত্র ২১ রান খরচায় আকাশ নেন ৪ উইকেট। রান তাড়ায় বাংলাদেশ পায় ৫ উইকেটের সহজ জয়। এই জয়ে বাংলাদেশ ৩ ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭৮ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে। আজ জারিফ সিয়াম ও অদৃত ঘোষের ফিফটিতে ৬৭ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। জারিফ ৫১ বলে ঠিক ৫১ রান করেন, অদৃত ৫৪ রান করতে খেলেন ৭৭ বল। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন গিমহান মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাতে। তার ৯১ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়ের মার।