শ্রীলঙ্কা থেকে দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সিমন্স
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে টাইগাররা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে দুই দল। তবে এমন সময়ে দলের প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবাল তথ্যটি নিশ্চিত করে জানান, সিমন্সের যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল। ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতেই চিকিৎসককে দেখানোর কথা ছিল সিমন্সের। তবে ওই সময় বাংলাদেশ দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি।