শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী

টলিউডের অনেক ব্যবসাসফল বাণিজ্যিক সিনেমার পরিচালক রাজীব বিশ্বাস। তার পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের আসন পাকাপোক্ত করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। কাজ করতে করতেই দুইজনের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতির সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে এবং শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদে রূপ নেয়। এরপর শ্রাবন্তীর আরও দুইটি বিয়ে হয়েছে কিন্তু সেগুলোও টেকে নি। বর্তমানে রাজীব-শ্রাবন্তী দুইজনই সিঙ্গেল। শ্রাবন্তীকে নিয়ে অনেক পজেটিভ কথাবার্তা বলতে শোনা যায় রাজীবকে। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে রাজীবের কাছে জানতে চাওয়া হয়েছিলো, শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান কি না? রাজীব বলেন, ‘‘ চাই। দেব-শ্রাবন্তীকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-জিৎকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-অঙ্কুশকে নিয়ে ছবি করতে চাই। সেটা শ্রাবন্তীর সঙ্গে আগে ছবি করছি বলে বলছি না। আমার মনে হয় ও যে ধরণের অ্যাকট্রেস, তাতে ওরও কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না ও নার্ভাস অভিনেত্রী।’’ রাজীব আরও বলেন, ‘‘বাইরে থেকে একজন প্রোডিউসার এসেছিলেন। তিনি বলেছিলেন যে, শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে অসুবিধা আছে? আমি বলেছিলাম না। ওর সাথেও তারা কথা বলেছিলো। আমি যতদূর জানি যে, ও বলেছিলো যে আমার কোনো অসুবিধা নাই।’’

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন রাজীব যেগুলোর নায়িকা ছিলেন শ্রাবন্তী। যেমন ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি।