শেষ হলো রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট
গোমস্তাপুর উপজেলার রহনপুরে এফ টি আই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের খেলার চ্যাম্পিয়ন হন রোড ব্লক চাঁপাইনবাবগঞ্জ। তারা ২-০ সেটে রাশেদ জুটি রহনপুরকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলে জোরিকুল। অপর খেলায় রহনপুর ফ্রেন্ডস ব্যাটমিন্টন ক্লাব ২-০ সেটে খান ব্রডব্যান্ড রহনপুর থেকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এই খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড় অংশগ্রহণ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের লোকমান। এফটিআই গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও রহনপুর ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ফাইনাল খেলার সভাপতিত্ব করেন রহনপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ। প্রধান অতিথি ছিলেন এফটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ফতেহ্-উল ইসলাম আলাল। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এফটিআই গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস তাহেরা ইসলাম লিপি ও উপদেষ্টা পরিচালক কর্নেল হাফিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, ক্রীড়া সংগঠক আফতাবউদ্দিন লালানসহ অন্যরা। উল্লেখ্য, রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়। জেলা পর্যায়ে ১৬ টি ও জাতীয় পর্যায়ের ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।