শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ বন্ধে ৩ দিন ব্যাপি ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ
শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে, উনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ২০-২২ জানুয়ারী ৩ দিন ব্যাপি ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২০ জন ইমাম , কাজী ও সনাতন ধর্মের ধর্মালম্বীরা অংশগ্রহন করেন। প্রশিক্ষণটি সমন্বয় করেন এস বিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি: উত্তম মন্ডল। ৩ দিনের প্রশিক্ষণে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাটাইডুবি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমান, ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা, মুফতী মাওলানা হানিফ আব্দুল কাদের, এ বি জি এম গোলাম কিবরিয়া, ইসলামিক ফাউনডেশনের ফিল্ড অফিসার শ্রী রাজপ্রতি সরকার ঠাকুর। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বাল্যবিবাহ বন্ধে জনঅংশমূলক কর্মপরিকল্পনা গ্রহন করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ করেন।