শিশুপরিবারে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেক হোল্ডার ও অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের শিশু পরিবার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত, জেলা সমাজসেবা অফিসার ফিরোজ কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, নাচোল উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানাজার জেমস বিশ্বাস, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যরা।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ে নিবন্ধনের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে বাল্যবিয়ের হবার পরেও এর সাথে সম্পৃক্ত সকলেই শাস্তির আওতায় পড়তে পারেন বলেও জানান তিনি।
পরে দুপুরে শিশু পরিবারের সদস্যদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।