শিল্পী ঝড়ু পাল স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শিশু শিল্পকর্ম প্রদর্শনী

প্রয়াত শিল্পী রতিকান্ত পাল (ঝড়ু পাল)-এর স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক শিশু শিল্পকর্ম প্রদর্শনী। শনিবার বিকেলে শহরের চুনারিপাড়ায় অবস্থিত ‘রঙের ভাষা আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল’ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে বাবুডাইং কোল ক্ষুদ্র জাতিসত্তার শিশুসহ শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত প্রায় ১০০ শিশুর আঁকা চিত্রকর্ম ও বিভিন্ন শিল্পকর্ম স্থান পেয়েছে। শিশুদের সৃজনশীলতা ও শিল্পমনস্কতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় আসরাফুল আম্বিয়া সগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কানাই চন্দ্র দাস, শহীদুল ইসলাম পারভেজ, আনিফ রুবেদ, প্রদীপ হেমব্রম ও মনোয়ারা খাতুনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সূচনা বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক জগন্নাথ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে সমাজে মানবিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত কানাই চন্দ্র দাসকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, শিল্পী রতিকান্ত পাল (ঝড়ু পাল) ১৮৯৯ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও চিত্রকর্ম ও মাটির ভাস্কর্য নির্মাণে অসাধারণ দক্ষতার কারণে তিনি জেলার একজন খ্যাতিমান শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৭৭ সালে ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।