শিবগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যালয়ে যাবার পথে শুভ সরকার (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ নিয়ে আজ সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর পিতা মানিক চন্দ্র সরকার। নিখোঁজ ব্যক্তি উপজেলার রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের মানিক চন্দ্র সরকারের ছেলে। লিখিত অভিযোগে জানা গেছে- সকাল ৭টায় শিবগঞ্জ বাজারে অবস্থিত রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজে যাবার উদ্দেশ্যে উপজেলার চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় শুভ সরকার। বিকাল পর্যন্ত শুভ সরকার বাড়ি ফিরে না আসায় স্কুলসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর নিকট মোবাইল ফোন না থাকায় কিছুটা অসুবিধা হলেও উদ্ধারের চেষ্টা চলছে।