শিবগঞ্জে সেই খাদিজা পেল সূবর্ণ নাগরিক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ সেই খাদিজা খাতুন নামে ছয় বছরের এক শিশুকে প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড দেয়া হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই শিশুর পরিবারের হাতে সূবর্ণ নাগরিক কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। ওই শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মনিরুল ইসলাম ও জেসমিন খাতুনের দম্পতির মেয়ে। জানা গেছে- গত ১৮ ডিসেম্বর বেলা ১১টায় প্রতিবন্ধী খাদিজা খাতুন নিজ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরে দুপুর ২টায় শিবগঞ্জ থানা পুলিশ, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুটির সন্ধান পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ওই শিশুর প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড নেই। পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয় সূবর্ণ নাগরিক কার্ড দেয়ার উদ্যোগ নেয়।