শিবগঞ্জে র‌্যাবের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ এক নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপসহ মোসা. দুলালী (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত বুধবার র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নারী শিবগঞ্জ পৌরসভার নতুন আলীডাঙ্গা ভাটাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। র‌্যাব আরো জানায়, র‌্যাবের একটি দল বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নতুন আলীডাঙ্গা ভাটাপাড়া গ্রামে ধৃত নারীর বসতবাড়ির ভেতরে অভিযান চালায়। অভিযানে গোসলখানার ভেতর থেকে ২৫ বোতল চকোপ্লাস সিরাপ, ৫ বোতল কফরিলিফ সিরাপ ও ১ বোতল ফেনসিডিলসহ দুলালীকে গ্রেপ্তার করা হয়।