শিবগঞ্জে ব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ মঙ্গলবার শিবগঞ্জে ব্যস্ত দিন পার করেছেন। তিনি সকালে শিবগঞ্জে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক সুবিধাবঞ্চিত ব্যক্তিবর্গের মধ্যে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। এছাড়া তিনি ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও ভূমি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসক গ্রামআদালত বিষয়ক প্রশিক্ষণেও বক্তৃতা করেন। তিনি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ল্যাপটপ বিতরণ করেন। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে শিবগঞ্জে আরো তিনটি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী বাংলাদেশ গ্রামআদালত বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন-জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে শাহবাজপুর, দাইপুখুরিয়া ও মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন, প্রকল্পটি তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করেছে। এর মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে। গ্রামআদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে এই প্রশিক্ষণ অত্যন্ত ছিল। আশা করি, আপনারা যারা প্রশিক্ষণ নিলেন তারা এখন থেকে ভালোভাবে গ্রামআদালত পরিচালনা করতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, ভেটেরিনারি সার্জন মো. আবু ফেরদৌসসহ অন্যরা।