শিবগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা
শিবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদৎ হোসেন, শিবগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুব আরিফ ও পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন, প্রত্যাশা-২ প্রকল্পের রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর শামসুজ্জামান, স্পেশালিষ্ট ইকোনোমিক রিইন্টিগ্রেশন হুমায়ন কবিরসহ অন্যরা। উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা-২’ প্রকল্পের অধীনে কর্মশালাটি আয়োজন করা হয়।