শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় হামলার শিকার চা দোকানী

শিবগঞ্জে বকেয়া একশত টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু আলী নামে একজন চা দোকানী হামলার শিকার হয়েছেন। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর হাজীপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। আহতের ভাতিজা আবদুল আহাদ জানান, দুপুর দেড়টার দিকে বাবু চাচার দোকানে চা পান করতে যান উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের তরিকুল ইসলাম। পরে তরিকুলের কাছে দোকানের বকেয়া একশত টাকা চান বাবু আলী। এ সময় তরিকুল ইসলাম টাকা দেবে না বলে সাফ জানিয়ে দিয়ে ওই চায়ের দোকান থেকে চলে যান। কিছুক্ষণ পর আবার চায়ের দোকানে এসে চাইনিজ কুড়াল দিয়ে বাবুকে অর্তকিতভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন তরিকুল, মোহাম্মদ ও সিজু ওরফে সিজার। তিনি আরো জানান, চা দোকানী বাবু ডান পা, কোমর ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগে দায়িত্বরত ডা. নাজমা খাতুন জানান, রোগীর অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে রোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেয়া হবে।