শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া গোলাম আজম (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার আবদুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে একটি গোখাদ্যের দোকান রয়েছে আজমের। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে দোকান থেকে ইফতারির জন্য নিজ বাড়ি যাচ্ছিলেন গোলাম আজম। এ সময় শেখটোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এদিকে রবিবার বিকেল সোয়া ৫টায় শেখটোলা কেন্দ্রীয় গোরস্থানে গোলাম আজমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।