01713248557

শিবগঞ্জে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪; ৫দিনের রিমান্ড আবেদন

 

শিবগঞ্জে প্রতিপক্ষের গুলি,ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় গত ২৫ জুন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম ও তার বন্ধু নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি পেয়ারা বাগান হতে এজাহারনামীয় আসামী  ও শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে. বাবুল ঝাপড়া ওরফে বাবু, একই এলাকার মৃত কাবির ঝাপড়ার ছেলে রুহল আমিন ঝাপড়া এবং আসামী তাবজুর হোসেনের ছেলে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া  ঐ রাতে অপর আসামী আখতারুজ্জামানের ছেলে ওসমান আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই মামলায় এ পর্যন্ত ৪ জন এজাহারনামীয়সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত ২৭জুন রাতে রানীহাটীতে ওই ঘটনার পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।