01713248557

sm@radiomahananda.fm

LIVE

শিবগঞ্জে চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকায় চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ফোন, মোটরসাইকেল (বাইক) ও নৌকাসহ এক যুবককে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। রবিবার সকাল ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে হয় উল্লিখিত পণ্যসহ যুবককে আটক করা হয়।
আটক হওয়া যুবক উপজেলার পাঁচকাঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মুক্তার হোসেন (২৪)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি জানিয়েছেন।
তিনি আরো জানান, মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে এক যুবক ব্যাগ নিয়ে নৌকা থেকে নামার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যাগটি তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত ১৮টি মোবাইল ফোন, ১টি নৌকা ও ১টি মোটরসাইকেল আটক করা হয়।